দুবাইয়ে ‘ঢাকাপোস্ট.কম’-এর উদ্বোধনী অনুষ্ঠান

জমকালো আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনলাইন গণমাধ্যম ‘ঢাকাপোস্ট.কম’-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দুবাইয়ের বেস্ট ওয়েস্টার্ন পার্ল ক্রিক হোটেলের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে মঙ্গলবার বিকেল সোয়া ৪টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মঙ্গলবার ঢাকা পোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মুক্তিযুদ্ধের বাংলাদেশ ও বাঙালির বাংলাদেশ নির্মাণের সহায়ক তথ্যশক্তি হিসেবে এ যাত্রায় সহযাত্রী হন অগণিত পাঠক, দর্শক ও শ্রোতা। 

মঙ্গলবার রাতে দুবাইয়ে অনুষ্ঠিত ঢাকা পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিক, প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর সভাপতি ও এসএ টিভির আমিরাত প্রতিনিধি সিরাজুল হক বলেন, ‘ঢাকা পোস্ট প্রথম থেকেই আমার খুবই ভালো লেগেছে। তাদের নিউজ যেভাবে সাজিয়েছেন আমার মনে হয় তারা খুব শিগগির এগিয়ে যাবেন। আমি আশা করি ঢাকা পোস্ট বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সারা বিশ্বের মানুষের হৃদয় জয় করবে।’

অনুষ্ঠানে উপস্থিত সময় টেলিভিশনের আরব আমিরাতের প্রতিনিধি মোহাম্মদ শিবলী আল-সাদিক বলেন, আমরা যারা প্রবাসে সাংবাদিকতা করি, আমরা মনে করি ঢাকা পোস্টের ব্যাপক পরিধি আরব আমিরাত পর্যন্ত স্পর্শ করেছে। ঢাকা পোস্টে যারা যোগদান করেছেন তারা খুবই আলোকিত মানুষ। এসব আলোকিত মানুষ দ্বারা বাংলাদেশ ও প্রবাসের আমরা সবাই উপকৃত হব। জাতি উপকৃত হবে। আমরা চাই ঢাকা পোস্ট নির্ভীকভাবে সত্য প্রকাশ করে মানুষের কল্যাণে আসুক।

দৈনিক সমকালের আরব আমিরাত প্রতিনিধি কামরুল হাসান জনি বলেন, ‘বর্তমানে সারা বাংলাদেশে অনলাইন মিডিয়া রাজ করছে। আমরা আশা করব ঢাকা পোস্ট একদিন দেশ সেরা হিসেবেই তাদের স্থান দখল করে নেবে। মঙ্গলবার সারাদিন ঢাকা পোস্টের নিউজগুলো দেখে মনে হচ্ছে ঢাকা পোস্ট অবশ্যই সফল ও সার্থক হবে। আমি ঢাকা পোস্টের আমিরাত প্রতিনিধির মাধ্যমে আরব আমিরাতের প্রবাসীদের আহ্বান করব যেন ঢাকা পোস্টকে নিজের করে নেয়।’

দুবাই সরকারের সিনিয়র প্ল্যানিং ইঞ্জিনিয়ার ও প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব আহমেদ ইখতিয়ার পাভেল বলেন, ‘আমরা খুব আশাবাদী, কারণ আমরা জানি ঢাকা পোস্ট একটা ব্রিলিয়ান্ট টিমকে নিয়ে তাদের যাত্রা শুরু করেছে। বর্তমান বিশ্বে বস্তুনিষ্ঠ সংবাদ ও তথ্যের প্রতি মানুষের আগ্রহ বেশি। আমরা চাই ঢাকা পোস্টের মাধ্যমে প্রবাসীদের সমস্যাগুলো দূর হবে। এছাড়াও দুবাইয়ের প্রবাসী বাংলাদেশিদের অনেক পজিটিভ নিউজ আছে, যেগুলো বাংলাদেশে পৌঁছায় না। আশা করছি ঢাকা পোস্টের মাধ্যমে এসব নিউজ দেশে পৌঁছাবে।’

আল-মিশফালা কার্গোর স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুল হোসেন বলেন, বাংলাদেশ ও দুবাইয়ে একত্রে ঢাকা পোস্টের উদ্বোধনে প্রবাসী ব্যবসায়ীদের পক্ষ থেকে তাদের আন্তরিক মোবারকবাদ জানাই। আমরা চাই ঢাকা পোস্ট সামনের দিকে এগিয়ে যাক।

অনুষ্ঠানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাত শাখার সদস্য মো. ফরহাদুজ্জামান বলেন, ঢাকা পোস্টকে আন্তরিকভাবে মোবারকবাদ ও শুভ কামনা জানাচ্ছি। আমরা চাই ঢাকা পোস্ট সবার সামনে সত্যকে তুলে ধরে সামনে এগিয়ে যাক।

অনুষ্ঠান শেষে ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আদনান রহমানকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানায় মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাত। এসময় উপস্থিত ছিলেন- মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাত শাখার সদস্য মুহাম্মদ মুছা জাকির, হাটহাজারি সংবাদের সংযুক্ত আরব আমিরাতের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইরফানুল ইসলাম, প্রবাসী ব্যবসায়ী মঞ্জুরুল আলম, মো. ইকবাল হোসেন, মো. হেলাল উদ্দিন চৌধুরী, রেজাউল করিম, সৈয়দ ফয়জুল ইসলাম প্রমুখ। 

ওএফ