সত্যি করে বলনা নিয়ে এলো কাতার প্রবাসী মডেলরা
কাতার প্রবাসীদের প্রযোজনা প্রতিষ্ঠান হ্যাটস অব বিডির ব্যানারে প্রকাশ পেল অস্ট্রিয়া প্রবাসী সংগীতশিল্পী সাইফ ইসলাম ও বাংলাদেশের সুমাইয়া নিলার নতুন মিউজিক ভিডিও ‘সত্যি করে বলনা’।
গানটির কথা লিখেছেন সৌদি আরব প্রবাসী গীতিকার আনোয়ারা হোসেন সানি। সুর করেছেন জয়নাল আবেদিন একাত্ত, মিউজিক করেছে একাত্ত স্টুডিও।
বিজ্ঞাপন
কাতারের রাজধানী দোহার মনোরম লোকেশনে গানটির দৃশ্য ধারণ করা হয়। চিত্রগ্রাহক ও ভিডিও পরিচালনায় ছিলেন কাতার প্রবাসী আশিকুর রহমান।
নতুন এ মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন কাতারে বসবাসরত প্রবাসী অভিনেতা রবিন খান ও বাংলাদেশের মডেল-অভিনেত্রী কাতার প্রবাসী সানজানা মিতু। গানটি হ্যাটস অব বিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
এসএসএইচ