কাতারে বাংলাদেশ দূতাবাসে শহীদ দিবস পালিত
কাতারে বাংলাদেশ দূতাবাসে শহীদ দিবস পালন
নানা আয়োজনের মধ্যদিয়ে কাতারে বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আয়োজনের অংশ হিসেবে শনিবার (২০ ফেব্রুয়ারি) অনলাইনে বাংলা ভাষায় বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা।
বক্তৃতা প্রতিযোগিতা উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। এতে তিনটি গ্রুপে তিনজন করে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন মোট ৯ প্রতিযোগী।
বিজ্ঞাপন
করোনাবিধি মেনে ২১ ফেব্রুয়ারি সকালে দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সব শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
আলোচনা সভায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন বলেন, ভাষা আন্দোলনের পথ ধরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়, যার ফলশ্রুতিতে ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসীদের অবদান রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত আরও বলেন, এ অবদানের মধ্যদিয়ে ভাষা শহীদ এবং স্বাধীনতার সূর্য সন্তানদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা সম্ভব হবে।
এসময় তিনি মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির কথা জানান। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আরএইচ