কুয়েতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জ্মানের নেতৃত্বে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
পরে দূতাবাস প্রাঙ্গণে অস্থায়ী নির্মিত বেদিতে ফুল দিয়ে ভাষা আন্দোলনে জীবন দেওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে সীমিত পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে এক অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি। আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মীজানুর রহমান। এছাড়াও কুয়েত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দরা এতে অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
এমএইচএস