দক্ষিণ আফ্রিকায় প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নির্মাণ করা শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় রোববার (২১) সকাল ১০টায় নতুন এ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশের হাইকমিশনার নূর-ই হেলাল সাইফুল রহমান। এ সময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা ও সেখানে বসবাসরত প্রবাসীরা উপস্থিত ছিলেন।

পরে দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও প্রবাসীরা একে একে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর এক আলোচনা সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত হাইকমিশনার নুর-ই হেলাল সাইফুর রহমান।

অনুষ্ঠানের তৃতীয় অংশে উন্মুক্ত আলোচনা সভায় উপস্থিত প্রবাসীদের মধ্য থেকে কয়েকজন ভাষা শহীদদের নানান অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। শেষ ভাগে উপস্থিত শিশু-কিশোরদের হাতে বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপনের ছবি সম্বলিত মগ তুলে দেন হাইকমিশনার নুর-ই হেলাল সাইফুর রহমান।

এদিকে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে শহীদ মিনার নির্মাণ ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে দূতাবাসের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দেশটিতে বসবাস করা সাধারণ প্রবাসীরা।

এমএইচএস