কুয়েতের বাংলাদেশ প্রেসক্লাবের সহ-সভাপতি ও সময় টিভির কুয়েত প্রতিনিধি শরিফ মোহাম্মদ মিজানুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। বৃহস্পতিবার (৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে বনশ্রীর নিজ বাসায় ইন্তেকাল করেন। 

মৃত্যুকালে তার বয়স ছিল ৬০ বছর। কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়নে রামনগর সুয়াগাজী বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সম্প্রতি পরিবারের সঙ্গে ঈদ করতে ছুটিতে দেশে যান।

তার মেয়ে সাকি রেজওয়ানা বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে বাবার হঠাৎ শ্বাসকষ্ট হচ্ছিল। এরপর তিনি মারা যান।

এই জ্যেষ্ঠ সাংবাদিকদের মৃত্যুতে কুয়েতের বাংলাদেশ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। তারা নিহতের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তার মৃত্যুতে কুয়েত কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

ওএফ