ইতালিতে বৃহত্তর সিলেট ঐক্য পরিষদ ভেরনার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

বৃহত্তর সিলেট ঐক্য পরিষদের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী বদরুল আহমদ টিপুর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা কামরুল রশিদ কোরআন তেলাওয়াত করেন।

অনুষ্ঠানের শুরুতে প্রতীকী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আয়োজক সংগঠনের সভাপতি রায়হান আহমদ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সংক্ষেপে ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। 

এ সময় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন- আলহাজ্ব আঙ্গুর আলী, আব্দুস সুবান, আবুল খায়ের, আলমগীর হোসেন, আবুল কাশেম, পারভেজ আহমদ, রিপন আহমদ, আব্দুস সত্তার, মুসা আহমদ, জেবুল আহমেদ, যুনেল আহমদ, আক্তার আহমেদ, রিংকু আহমদ, রুহুল আমিন, সায়ান আহমদ ফরহাদ প্রমুখ। সভা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

এনএফ