আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে পেন্সিল যুক্তরাজ্য আয়োজিত ‘একুশে আমরা’ নামক লাইভ অনুষ্ঠানটি গত শনিবার (২০ ফেব্রুয়ারি) সম্প্রচার করা হয়েছে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত শিশুদের বিভিন্ন পরিবেশনা নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

এদিন বিকাল সাড়ে ৫টায় শুরু হয়ে প্রায় ৩ ঘণ্টা অনুষ্ঠানটি চলে। এ আয়োজনের পরিকল্পনায় ছিলেন তাসলিমা শাম্মি, রেশমি মোহাম্মদ রফিক। এতে উপস্থাপনা করেন তানিয়া রাহমান ও রওশন জাহান সিমি।

লাইভ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভাষা সৈনিক ও ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুল লতিফের পুত্র লেখক ড. এশরার লতিফ। পুরো অনুষ্ঠান জুড়ে ছোট শিশুরা নিজদের কর্মদক্ষতা পরিবেশন করে। কবিতা আবৃত্তি, নাচ, গান, গল্প পরিবেশন, একুশের কথামালা নিয়ে মোট ৩০ জন শিশু এতে অংশ নেয়। বিদেশের মাটিতে সন্তানদের বাংলা সংস্কৃতির এমন পরিবেশন দেখে খুশি বাবা মায়েরাও।

প্রতিবছর নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালিত হলেও, করোনাভাইরাসের কারণে শিশু-কিশোরদের এ মেলবন্ধনটি এবার অনলাইনেই সীমাবদ্ধ রাখতে হয়েছে।

লুনা রাহনুমা, যুক্তরাজ্য থেকে