প্রধানমন্ত্রীর সঙ্গে সফররত সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক তাহমিন আহমেদের সঙ্গে বৃটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনে চেম্বারের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু। সভা পরিচালনা করেন ডিরেক্টর জেনারেল নুরুজ্জামান।

দেশে প্রবাসীদের বিনিয়োগ করার আহ্বান জানিয়ে তাহমিন আহমেদ বলেন, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব সরকার, দেশে এখন বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়েছে। সিলেটে আইটি ও পর্যটন খাতে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য উভয় চেম্বার একসঙ্গে কাজ করবে।

বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস প্রদান করেন। প্রবাসীদের সব ধরনের সাহায্যের জন্য ব্রিটিশ চেম্বার এবং সিলেট চেম্বার যৌথভাবে এয়ারপোটে প্রবাসী সেবা সেন্টার খোলার কথা উল্লেখ করেন।

উভয় দেশের ব্যবসায়ীদের ব্যবস্থাপনার দক্ষতা ও পেশাদারীত্ব বৃদ্ধিতে বিশেষ করে নারীদের ব্যবসায় আরও সম্পৃক্ত করার জন্য উভয় দেশের ব্যবসায়িক নেতারা একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উভয় দেশের বাণিজ্যিক উন্নয়ন ও প্রবাসীদের দাবি দাওয়াসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন বিবিসিসিআইয়ের সাবেক সভাপতি প্রধান অ্যাডভাইজার শাহাগীর বক্ত ফারুক, প্রাক্তন সভাপতি বশির আহমদ, বাংলাদেশ থেকে আগত এফবিসিসিআইয়ের পরিচালক নিজাম উদ্দিন জিতু।

এছাড়াও উপস্থিত ছিলেন আতাউর রহমান কুঠি, শফিকুল ইসলাম, মনির আহমদ, ঢাকা পোস্ট যুক্তরাজ্য প্রতিনিধি মুহিব উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী নাসির উদ্দিন, বিবিসিসিআইয়ের করপোরেট মেম্বার মিসবাহ চৌধুরী, রাজনীতিবিদ ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট মো. মুজিব হোসেন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাহীন আহমদ, জেনারেল কার্গোর পরিচালক মিতু পাল প্রমুখ।

এমএ