করোনার টিকা নিচ্ছেন এক ব্যক্তি

করোনাভাইরাস প্রতিরোধে গত ডিসেম্বর থেকে কাতারে টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হয়েছে। দেশটিতে ফাইজার-বায়োএন্টেকের তৈরি টিকা দেওয়া হচ্ছে। বর্তমানে অগ্রাধিকার ভিত্তিতে ৫০ বছরের বেশি বয়স্করা এ টিকা পাচ্ছেন।

এদিকে কাতারে করোনাভাইরাসের টিকা নেওয়ার জন্য স্থানীয় নাগরিক ও অভিবাসীদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, আপাতত ৫০ বছরের বেশি বয়স্কদের টিকা দেওয়া হচ্ছে। তবে রেজিস্ট্রেশন করা থাকলে বাকিরাও ধীরে ধীরে এ টিকা পাবেন। সরকারি https://www.nas.gov.qa/self-service/register/select-user-type?lang=en এ ওয়েবসাইটের মাধ্যমে করোনাভাইরাসের টিকার জন্য রেজিস্ট্রেশন করা যাবে।

কাতারে মোট জনসংখ্যা ২৬ লাখ। ইতিমধ্যে দেশটির অভিবাসী ও স্থানীয় নাগরিকসহ দেড় লাখেরও বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। যা সম্পূর্ণ বিনামূল্যে।

বর্তমানে কাতারে গড়ে প্রতিদিন সাড়ে চারশোরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। চিকিৎসাধীন রোগীর সংখ্যা প্রায় ১০ হাজার। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৩৫ বাংলাদেশিসহ মোট ২৫৯ জন মারা গেছেন।

এমএইচএস