মালয়েশিয়ার লকডাউন শিথিল করা হয়েছে। তবে, লকডাউন পুরোপুরি প্রত্যাহার না করে কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (সিএমসিও) ঘোষণা করেছে দেশটির সরকার। এর আগে করোনা মহামারি সংক্রমণরোধে মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) চলছিল। যা ৪ মার্চ শেষ হওয়ার কথা। মালয়েশিয়ায় গত বছর থেকেই লকডাউন ও জরুরি অবস্থা চালু ছিল।

মঙ্গলবার (২ মার্চ) দেশটির সিনিয়র মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, দুই সপ্তাহের জন্য সিএমসিও চালু করা হয়েছে। এটা ৫ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত বহাল থাকবে।

তিনি বলেন, নতুন ঘোষণায় দেশটির বিভিন্ন প্রদেশ সেলাঙ্গর, কুয়ালালামপুর, জোহর, পেনাং, কেদাহ, ক্যালানতান, নেগরি সিম্বিলিয়ান, সারওয়াক ও পেরাক রাজ্যেও সিএমসিও থাকবে। এসব রাজ্যের ক্ষেত্রে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াতের যে ভ্রমণ নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

তবে দেশটির পিং সিটি পুত্রাজায়া প্রবেশে পুলিশের অনুমতি লাগবে। এ দিকে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রবাসীরা মালয়েশিয়ায় ফিরতে পারবে না বলে দেশটির সরকার জানিয়ে দিয়েছে।

ওএফ