দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে করোনার কয়েক হাজার নকল টিকাসহ তিন চীনা নাগরিক ও জাম্বিয়ার একজনকে আটক করেছে দেশটির পুলিশ। আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোলের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ আফ্রিকার পুলিশের বিশেষ টিম তাদের আটক করে।

বুধবার (৩ মার্চ) সকালে জোহানেসবার্গের জারমিস্টনের একটি গোদাম থেকে ৪০০ বক্সে রাখা আনাুমানিক দুই হাজার ৪০০ চীনের তৈরি নকল করোনার টিকা উদ্ধার করা হয়।

লিয়নভিত্তিক ইন্টারপোল জানিয়েছে, পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে তথ্য ছিল চীনে তৈরি করোনার নকল টিকার একটি চালান এয়ার কার্গোতে করে দক্ষিণ আফ্রিকায় আনা হয়। কয়েক হাজার ডোজ টিকার চালানটি দেশটির জোহানেসবার্গের জারমিস্টনের একটি গুদামে রাখা হয়েছে।

চীনা গোয়েন্দা সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় দক্ষিণ আফ্রিকার পুলিশের সাথে তথ্য বিনিময় করলে ৩ মার্চ (বুধবার) অভিযান চালিয়ে এসব নকল টিকাসহ চার জনকে আটক করা হয়।

ইন্টারপোল কর্তৃপক্ষ দক্ষিণ আফ্রিকার গণমাধ্যমে প্রশ্নের উত্তরে বলেছেন, চায়না থেকে গত দুই সপ্তাহ আগে নকল টিকার চালান দক্ষিণ আফ্রিকায় আসে। কিছু চীনা নাগরিকের সহযোগিতায় এসব টিকা দক্ষিণ আফ্রিকায় প্রবেশ করে।

ওএফ