আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে দক্ষিণ কোরিয়ার সিউলে এক অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে বসবাসরত বাংলাদেশি নারীরা এতে অংশগ্রহণ করেন। সভার প্রতিপাদ্য ছিল, নেতৃত্বে নারী : কোভিড ১৯ পৃথিবীতে সমান ভবিষ্যৎ লাভ।

এ সময় বক্তারা বলেন, পারিবারিক বা ব্যক্তিগত কিংবা পেশাদার জীবনে নারীদের নানান সমস্যার মোকাবিলা করতে হয়। এদিন পালনের মধ্য দিয়ে বিষয়গুলো সবার সামনে তুলে ধরে সচেতনতা প্রসারের চেষ্টা চালাতে হবে।

সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ আলোচনা সভার আয়োজন করে। এতে নারী দিবসের নানা দিক তুলে ধরেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন- দূতাবাসের শ্রম সচিব মকিমা বেগম, দ্বিতীয় সচিব মিসপি সরেন ও কোরিয়ায় অবস্থানরত প্রতিষ্ঠিত বাংলাদেশি সফল নারীরা।

এমএইচএস