মালয়েশিয়ায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পরায় একটি শপিংমলে পুলিশের হাতে আটক হন মো. জহির নামে এক বাংলাদেশী ও তার বন্ধু। এ সময় ছেড়ে দিতে দায়িত্বরত পুলিশকে ১৫০ রিঙ্গিত ঘুষ প্রস্তাব করেন তারা। পরে পুলিশ দুজনকেই গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। শুনানি শেষে মালয়েশিয়া আদালত গতকাল (১০মার্চ) তাদের দুই মাসের কারাদণ্ড দেয়।  আজ বৃহস্পতিবার (১১ মার্চ) দেশটির অনলাইন সংবাদ মাধ্যম দ্য স্টার এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

মামলার বিবরণী থেকে জানা যায়, ফার্নিচার কারখানার শ্রমিক মো. জহির ও তার বন্ধু ২১ ফ্রেব্রুয়ারি মোবাইল ফোন ঠিক করতে রাজধানীর পেরাই শপিংমলে যান। এ সময় মাস্ক থুতুনির নিচে পরায় টহল পুলিশ তাদের আটক করে। থানায় নিয়ে যাওয়ার সময় তারা পুলিশকে ১৫০ রিঙ্গিত ঘুষ প্রস্তাব করেন। পুলিশ প্রথমে সতর্ক করলেও পুনরায় একই প্রস্তাব করেন তারা। পরে পুলিশ তাদের দুজনকেই আদালতে সোপর্দ করে। 

নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রবাসী বাংলাদেশী জানান, পুলিশের ঘুষ গ্রহণের বিষয়টি নতুন ইস্যু নয়। কিছু দিন আগেও তারা (পুলিশ) বৈধ-অবৈধ অভিবাসীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে আর্থিক সুবিধা নিতো।

এসকেডি