উন্নত জীবনের মোহে অনেকেই দেশ ছাড়িয়ে বিদেশে পাড়ি জমান। এক্ষেত্রে উন্নত দেশগুলোই পছন্দের তালিকায় শুরুর দিকে থাকে। সেদিক থেকে অস্ট্রেলিয়া অনেকেরই পছন্দ। তবে এ প্রবণতা যেন তারকাদের মাঝে একটু বেশিই দেখা যায়।

বাংলাদেশ থেকে অনেক তারকাই অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন। কেউ স্থায়ীভাবে, আবার কেউবা সেকেন্ড হোম হিসেবে ঢুঁ মারেন ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়ায়। চলুন পাঠক, জেনে আসা যাক অস্ট্রেলিয়ায় থাকা একঝাঁক বাংলাদেশি তারকাদের সম্পর্কে।

শাবনূর

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর এখন বাস করেন অস্ট্রেলিয়ার সিডনিতে। ২০১১ সালের ৬ ডিসেম্বর গোপনে বিয়ে করে সিডনিতে পাড়ি জমান তিনি। বিয়ের পর এক পুত্র সন্তানের জন্ম হয় এ শহরেই। তবে এখন বিয়েবিচ্ছেদ ঘটিয়ে তিনি এখন আলাদাভাবে থাকছেন।  

আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন। তিনি মেলবোর্ন শহরে দীর্ঘদিন ধরে সপরিবারে বাস করছেন।

মাহফুজ আহমেদ

অভিনেতা মাহফুজ আহমেদকে বিয়ের পর স্ত্রী মিমি অস্ট্রেলিয়ায় চলে আসেন। এখন মেয়ে আরাধ্য আর ছেলে অরিত্র তাদের মায়ের সঙ্গে সিডনিতে স্থায়ীভাবে থাকেন। সেই সুবাদে মাহফুজ আহমেদের সেকেন্ড হোম সিডনি।

তাসকিন রহমান

অভিনেতা তাসকিন রহমান উচ্চশিক্ষার জন্য ২০০২ সাল থেকে সিডনিতে বসবাস শুরু করেন। অভিনয়ের জন্য ২০১৭ সালে বাংলাদেশে এসেছিলেন। ঢাকা অ্যাটাক সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয়ের জন্য পরিচিতি পান তিনি।

রাখি মাহবুবা

লাক্স সুপারস্টার রাখি মাহবুবা নাট্যাঙ্গন ছেড়ে উচ্চশিক্ষা নিতে পাড়ি জমান অস্ট্রেলিয়ার পার্থে। প্রকৌশলে স্নাতক শেষ করেছেন তিনি। এখন সে দেশেই প্রকৌশলী হিসেবে কাজ শুরু করেছেন ।  

সাদিয়া নাবিলা  

২০১৮ সালের ২৩ মার্চ মুক্তি পাওয়া পেরেশান পারিন্দা নামের একটি বলিউড সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশি মেয়ে নাবিলা। তাছাড়া মুক্তির অপেক্ষায় থাকা মিশন এক্সট্রিম নামক সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে থাকেন নাবিলা।

রুপন্তি আকিদ

রুপন্তি আকিদের জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। হ্যালো বাংলাদেশ নাটক দিয়ে তিনি বেশ পরিচিতি পান। অভিনয় করেছেন বেশ কয়েকটি নাটকে। পুরো পরিবার এখন অস্ট্রেলিয়ায় সিডনিতে স্থায়ীভাবে বাস করছেন। বাবা আকিদুল ইসলাম নাট্যকার ও পরিচালক।

রোজী সিদ্দিকী ও শহীদুজ্জামান সেলিম

মেয়ে শ্রেমার উচ্চ শিক্ষার সুবাদে রোজী সিদ্দিকীর ও শহীদুজ্জামান সেলিমের সেকেন্ড হোম অস্ট্রেলিয়ার গোল্ডকোস্ট শহর। প্রায়ই এখানে আসেন এ দম্পতি।

সামিনা চোধুরী   

সংগীতশিল্পী সামিনা চোধুরীর মেয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিচ্ছেন। মেয়ের সঙ্গে দেখা করতে প্রায়ই অস্ট্রেলিয়ায় আসেন তিনি।  

বিজরী বরকতুল্লাহ

অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর মেয়েও অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেন। মাঝেমধ্যেই তিনি মেলবোর্নে মেয়ের কাছে আসেন।

আরফান আহমেদ

আরফান আহমেদ একসময় থিতু হয়েছিলেন অস্ট্রেলিয়ায়। ২০০৩ সালের মার্চ থেকে ২০০৭ সালের মে পর্যন্ত অস্ট্রেলিয়ায় বাস করতেন। অভিনয়ের টানে দেশে ফিরে আসেন তিনি।

তানিয়া বৃষ্টি

২০১৭ সালের ৩০ জুন পরিবারের সম্মতিতে অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে অস্ট্রেলিয়া প্রবাসী সাব্বির চৌধুরীর বিয়ে হয়। সে সুবাদে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে বাস করতেন। কিন্তু বিচ্ছেদের কারণে তিনি বর্তমানে বাংলাদেশে আছেন।

তামান্না ইসরাত সোহানি

মিস ইউনিভার্স বাংলাদেশে সেরা দশে থাকা তামান্না ইসরাত সোহানি বেশ কয়েকটি টিভিসিতে কাজ করেছেন। এখন তিনি অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাস করছেন। 

প্রসূন আজাদ

২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা প্রসূন ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া প্রবাসী মুহাইমিন সানকে বিয়ে করে সিডনিতে পাড়ি জমান। পরে ২০১৮ সালের শুরুর দিকে তাদের বিচ্ছেদ ঘটে।

সদ্যপ্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের ছেলে ও মেয়ে দুজনই অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞা সিডনিতে গ্রাফিক ডিজাইন আর ছেলে জে এন্ড্রু সপ্তক মেলবোর্নে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়ছেন। নানা কারণে প্রতিবছর অনেক বাংলাদেশি অস্ট্রেলিয়ায় আসেন। অনেক রাজনীতিক ও সাংবাদিকেরই পছন্দের দেশ অস্ট্রেলিয়া। 

আরএইচ