দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ট্যাক্সি ভাড়া এক হাজার ইউয়ান থেকে বাড়িয়ে ন্যূনতম ৪৮০০ ইউয়ান করার ঘোষণা দেওয়া হয়েছে। 

সিউল সিটি কর্পোরেশন জানিয়েছে, আগামী বুধবার (১ ফেব্রুয়ারি) থেকে নতুন এ ট্যাক্সি ভাড়া কার্যকর করা হবে। এতদিন দুই কিলোমিটার পথ ভ্রমণের জন্য ন্যূনতম এ ট্যাক্সিভাড়া গুনতে হতো। নতুন নিয়মে ১.৬ কিলোমিটার পথ ভ্রমণ করতে ৪৮০০ ইউয়ান খরচ করতে হবে। 

এছাড়া প্রতি ১৩১ মিটার দূরত্বের জন্য ১০০ ইউয়ান অতিরিক্ত চার্জ যোগ করা হবে। রাতের ট্যাক্সি পরিষেবা বাড়ানোর লক্ষ্যে শহরটি গত মাসে ট্যাক্সি ড্রাইভারদের রাত ১০টা থেকে বাড়তি চার্জ নেওয়ার অনুমতি দিয়েছে।

আগামী ফেব্রুয়ারী মাস থেকে প্রিমিয়াম ট্যাক্সির ন্যূনতম ভাড়াও ৫০০ ইউয়ান বাড়িয়ে ৭০০০ ইউয়ান করা হবে। এছাড়া আগামী এপ্রিল থেকে বাস ও মেট্রোরেলের ভাড়া ৩০০ থেকে ৪০০ ইউয়ান বৃদ্ধি পাবে বলে জানা গেছে।

কেএ