কাতারে কর্মরত অভিবাসীদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে হেলথ ইনস্যুরেন্স বা স্বাস্থ্যবিমা। নতুন আকামা বা আইডি ইস্যু ও পুরনো আকামা বা আইডি রিনিউ করতেও অভিবাসীদের এ স্বাস্থ্যবিমা লাগবে। পর্যটকদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হবে।

আইনটি কার্যকরে আলোচনা করেছে কাতারের শুরা কাউন্সিল। এটি কার্যকর হলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবেন বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা।

কাতার প্রবাসী ব্যবসায়ী হাসান মাবুদ বলেন, কাতার সরকারের নতুন নিয়মে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভালো হবে। আইনটি কার্যকর হলে প্রত্যেক প্রবাসী বাংলাদেশিদের উচিত হেলথ ইনস্যুরেন্স বা স্বাস্থ্যবিমা করে নেওয়া।

আরেক প্রবাসী দিলীপ কুমার ছোটন বলেন, স্বাস্থ্যবিমা থাকলে প্রবাসী বাংলাদেশিরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন। যেহেতু কাতার সরকার আইনটি করতে যাচ্ছে, সেটা আমাদের মেনে চলতে হবে।

যেকোনো কারণে অভিবাসী কর্মীরা অসুস্থ হলে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে বাধ্যতামূলক করা হচ্ছে হেলথ ইনস্যুরেন্স। যাতে অসুস্থ অভিবাসীর চিকিৎসার ব্যয় ইনস্যুরেন্স কোম্পানি বহন করে।

এমএইচএস