ভিয়েতনামের হ্যানয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন

ভিয়েতনামের হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে। 

বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই নানা অনুষ্ঠান শুরু হয়। রাষ্ট্রদূত সামিনা নাজ জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়। দিবসটি উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভিয়েতনামের সাংসদ ও পররাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য লি থু হা উপস্থিত ছিলেন। এছাড়াও আমন্ত্রিতদের মধ্যে ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, ভারতের রাষ্ট্রদূত, শ্রীলংকার রাষ্ট্রদূত, ডিপ্লোম্যাটিক কোরের সদস্য, প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

আলোচনার শুরুতে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর বিশেষ করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তার অবিসংবাদিত নেতৃত্বের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন রাষ্ট্রদূত সামিনা নাজ। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাঙালি জাতির নন, তিনি বিশ্বের নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে সুখী-সমৃদ্ধ সোনার বাংলায় রূপান্তর করা ছিল বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন। তার কর্ম ও আদর্শ শিশুদের মাঝে পৌঁছানো আমাদের সবার দায়িত্ব। 

আরএইচ