সংগৃহীত ছবি

চীনের প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি করোনা ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে এখন সিনো ভ্যাকসিনের ফ্রি ডোজ দেওয়া হচ্ছে। রাজধানী আবুধাবির এডনিক এক্সিভিশন সেন্টার থেকে এ ভ্যাকসিন নিয়েছেন বাংলাদেশের মুহাম্মদ মোরশেদ আলম। ভ্যাকসিন নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানিয়েছেন তিনি। 

তিনি বলেন, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছি। প্রথম ডোজটি নিয়েছিলাম গত ৩ ডিসেম্বর। আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি। আমি‌ ভালো আছি। আবুধাবি কমিউনিটির অনেকেই চীনের সিনো ভ্যাকসিন নিয়েছেন। এছাড়া আমিরাতের প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেক  উচ্চপদস্থ লোকজন এ ভ্যাকসিন নিয়েছেন।

আমিরাতে ভ্যাকসিন নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, প্রথমবার ভ্যাকসিন নেওয়ার আগে অবশ্যই একমাস মেয়াদের করোনা নেগেটিভ রেজাল্ট থাকতে হবে। এরপর সিরিয়াল ধরে নাম রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি ফরম পূরণ করতে হবে। পরে ব্লাড প্রেশার, হার্ট রেট, অক্সিজেন চেক করবে। আপনার ডায়বেটিস বা অন্য রোগ আছে কি না জিজ্ঞেস করবে। সব ঠিক থাকলে আপনাকে ডোজ প্রয়োগ করবে। 

মুহাম্মদ মোরশেদ আলম

তিনি জানান, প্রথম ডোজের ২১ দিন পর দ্বিতীয় ডোজ নিতে হবে। প্রথম ও দ্বিতীয় ডোজের চারদিন পর ডাক্তার টেলিফোনে খোঁজ নেবেন। কেউ কোনো রকম অসুস্থতা বোধ করলে হট লাইন নাম্বারে  (০২ ৮১৯১১১১) যোগাযোগ করতে হবে। অথবা শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মেডেকেল যেতে হবে।

আমিরাতে গত আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত তৃতীয় ধাপের ট্রায়াল চলে সিনো ভ্যাকসিনের। এতে অংশ নেন ১২৫ টি দেশের ৩১ হাজার মানুষ। ট্রায়াল শেষে গত ১৪ সেপ্টেম্বর ফ্রন্টলাইন কর্মীদের ডোজ প্রয়োগের অনুমোদন দেয় আমিরাত স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ৯ ডিসেম্বর থেকে সাবার জন্য চীনের সিনো ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে আমিরাত সরকার। 

এমএএম/এইচকে