কুয়েতে বাংলাদেশ দূতাবাসে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকালে কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা অর্ধনমিত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কেক কাটা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান। প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের সঞ্চালনায় এতে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান।

আলোচনা সভায় কমিউনিটির নেতারা বক্তব্য রাখেন। শেষে সমাপনী বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কুয়েতে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মীরাসহ কুয়েত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা পাঠ শেষে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এসএসএইচ