বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় মাদরাসা তাহফিজ আল-কোরআন সায়জওয়ানে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সভাপতি ও ব্যবসায়ী মনির বিন আমজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় পুলিশ কমিশনার দাতু রামলি হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেপি রাজ আলী ও মাদরাসার পরিচালক হাজী সালেহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সিনিয়র সহ-সভাপতি আহমাদুল কবির, সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক, সহ-সভাপতি আশরাফুল মামুন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, আরিফুল ইসলাম, মনিরুজ্জামানসহ প্রমুখ।

দোয়া ও আলোচনা শেষে মাদরাসার প্রায় শতাধিক শিক্ষার্থীদের নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত স্থানীয় অতিথিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

ওএফ