কাতারের আল ওয়াকরাহ্ রয়েল প্যালেস হোটেলের হল রুমে শুরু হয়েছে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের আয়োজনে দুই দিনব্যাপী গ্রীষ্মকালীন উৎসব ও বাংলাদেশি পণ্যের মেলা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জুন) বিকেল ৫টায় মেলার উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

রাষ্ট্রদূত জানান, কাতারে প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তারা কাজ শুরু করায় তিনি অত্যন্ত আনন্দিত। নারী উদ্যোক্তাদের মেলা পরিদর্শনে এসে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানান রাষ্ট্রদূত।

পরে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহরুন নিছার সভাপতিত্বে ও খাদিজা শিলার পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার ড. মুস্তাফিজুর রহমান, দূতালয় প্রধান বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব মোহাম্মদ নাছির উদ্দীন।

আরও বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা পিংকি চৌধুরী, সাংবাদিক আকবর হোসেন বাচ্চু, সাংবাদিক এম এ সালাম, ব্যবসায়ী সাইফুল ইসলাম সাগর প্রমুখ।

বৃহস্পতিবার শুরু হওয়া দুই দিনব্যাপী গ্রীষ্মকালীন উৎস ও বাংলাদেশি পণ্যের এ মেলা স্থানীয় সময় শুক্রবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত চলবে।

মেলায় শাড়ি, জুতা, ব্যাগ, গহনা, বাচ্চাদের কাপড়, কসমেটিকস, ঘর সাজানোর সামগ্রী, খাবারের স্টল, বাংলাদেশের আম, কাঠাল, আনারসের দোকান সাজিয়ে বসেছেন প্রবাসী নারী উদ্যোক্তারা। মেলায় ভালো বেচাকেনার পাশাপাশি লাভের আশা করছেন প্রবাসী নারী উদ্যোক্তারা।

মেলায় পাওয়া যাচ্ছে জামদানি শাড়ি, ঢাকাই বেনারসি, রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, কাতান শাড়ি, থ্রি পিসসহ নারীদের পছন্দের সব গার্মেন্টস পণ্য। পাশাপাশি পুরুষদের প্যান্ট, টিশার্ট, পাঞ্জাবিসহ সবরকম কালেকশন।

/এসএসএইচ/