প্রসবপূর্ব সেবাদানে আমিরাতের নজিরবিহীন দৃষ্টান্ত
দুবাই করপোরেশন ফর অ্যাম্বুলেন্স সার্ভিসেসের নির্বাহী পরিচালক খলিফা বিন দারাই
কোভিড মহামারি চলাকালে প্রসবপূর্ব সেবাদানে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত। উন্নত চিকিৎসা, পরিচ্ছন্ন হাসপাতাল, দক্ষ ও আন্তরিক চিকিৎসক ইত্যাদির পাশাপাশি দেশটিতে অ্যাম্বুলেন্স সেবা চোখে পড়ার মতো।
দুবাই করপোরেশন ফর অ্যাম্বুলেন্স সার্ভিসেসের হিসাব অনুযায়ী, ২০২০-২১ সময়ে অ্যাম্বুলেন্সের ভেতরেই ৩৯টি প্রসব সম্পন্ন হয়েছে। এসময় প্রসূতিরা ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। একই সময়ে আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী দেশটিতে ৩৩৬ জন নারীর প্রসব সম্পন্ন হয়েছে।
বিজ্ঞাপন
দুবাই করপোরেশন ফর অ্যাম্বুলেন্স সার্ভিসেসের নির্বাহী পরিচালক খলিফা বিন দারাই বলেন, সংযুক্ত আরব আমিরাতে মাতৃস্বাস্থ্য ও নবজাতকের স্বাস্থ্যসেবা ব্যবস্থার বেশ আধুনিকায়ন হয়েছে। বলা যায়, অ্যাম্বুলেন্সের মধ্যেই সব ধরনের যন্ত্রপাতির ব্যবস্থা থাকে।
তিনি আরও বলেন, লকডাউনে অনেক মা হাসপাতালে যেতে পারেননি। তারা আমাদের সঙ্গে একেবারে শেষ মুহূর্তে যোগাযোগ করতেন। সেক্ষেত্রে তাদের সেবা দেওয়া আমাদের জন্য কঠিন হলেও আমরা আন্তরিক ছিলাম।
বিজ্ঞাপন
আরএইচ
সূত্র : আল বায়ান