আমিরাতে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের দাবি
মানববন্ধন ও মৌনমিছিল
আরব আমিরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের দাবি জানিয়েছে আবুধাবি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ।
রোববার (২৭ ডিসেম্বর) সকালে দেশটির রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটির নেতা-কর্মীরা।
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা বলেন, এক শ্রেণির মানুষ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে নানামুখী ষড়যন্ত্র করছে।
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙচুরে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।
বিজ্ঞাপন
মানবন্ধন শেষে উপ-রাষ্ট্রদূত মিজানুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।
মানববন্ধনে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসাইন বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাছির তালুকদার, সহ-সভাপতি শওকত আকবর, আমিরাত যুবলীগের সভাপতি রফিকুল হক মিয়া, আবুধাবি যুবলীগের সভাপতি জাকির হোসেন জসিমসহ অনেকে উপস্থিত ছিলেন।
মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন/এসআরএস