মানববন্ধন ও মৌনমিছিল

আরব আমিরাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের দাবি জানিয়েছে আবুধাবি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ।

রোববার (২৭ ডিসেম্বর) সকালে দেশটির রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান সংগঠনটির নেতা-কর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, এক শ্রেণির মানুষ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে নানামুখী ষড়যন্ত্র করছে।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙচুরে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।

মানবন্ধন শেষে উপ-রাষ্ট্রদূত মিজানুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।

মানববন্ধনে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসাইন বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাছির তালুকদার, সহ-সভাপতি শওকত আকবর, আমিরাত যুবলীগের সভাপতি রফিকুল হক মিয়া, আবুধাবি যুবলীগের সভাপতি জাকির হোসেন জসিমসহ অনেকে উপস্থিত ছিলেন। 

মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন/এসআরএস