কানাডার মন্টিয়েলে বিএনপির মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করা হয়।
 
সোমবার (২৩ অক্টোবর) মন্টিয়েলের একটি রেস্টুরেন্টে কানাডা বিএনপির সাবেক নেতাকর্মী ও কুইবেক শাখা এ আয়োজন করে। 

সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান এ বি এম আব্দুর রাজ্জাক রাজু, সভা পরিচালনা করেন সাবেক সহসভাপতি মারিফুর রহমান মারুফ।

সভায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও ভারপাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সভায় কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল চৌধুরীকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করায় তাকে অভিনন্দন জানানো হয়।

এদিন অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে অতিথি ছিলেন, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও উত্তর-দক্ষিণ ইউরোপের সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন ও আলবার্টা বিএনপির সভাপতি জাহিদ খান।

এমএসএ