মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গত মঙ্গলবার (২৬ মার্চ)  পাঁচ তারকা হোটেল জি টাওয়ারে ব্যাতিক্রমধর্মী এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ স্টুডেন্টস কমিউনিটি অফ মালয়েশিয়া (বিএসসিএম)। ইফতার মাহফিলে  স্থানীয় একটি এতিম খানার অর্ধশত এতিম শিক্ষার্থীর অংশগ্রহণ উপস্থিত অতিথিদের মুগ্ধ করেছে।

দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ। 

আরও উপস্থিত ছিলেন—  বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা মশিউর রহমান লিংকন, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাবুদ্দিন (সিআইপি),  বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা রাশেদ বাদল, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা বি এম বাবুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল সর্দার, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ,  বিশিষ্ট ব্যবসায়ী কাজী ওসমান হারুনী (মুন), বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ,  বিশিষ্ট ব্যবসায়ী ও যুবনেতা রিশাদ বিন আব্দুল্লাহ হৃদয়, যুবনেতা মো. সাইফুল। এ ছাড়াও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষার্থী ও শিক্ষকগণ।

এনএফ