ভার্চুয়াল আলোচনায় বক্তারা

প্রবাসীদের জন্য স্বতন্ত্র হাসপাতাল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা।  

গত ৩০ ডিসেম্বর বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়া আয়োজিত ‘কোভিড-৯ এ প্রবাসীদের চিকিৎসা সংক্রান্ত আলোচনা ও সম্ভাব্য সমাধান’ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় এ দাবি জানানো হয়। সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক এবং মালয়েশিয়ার মাহশা ইউনিভার্সিটির সাবেক হেড অব মেডিসিন অধ্যাপক ডা. আবুল বাশার অনুষ্ঠানে যুক্ত হন।

প্রবাসীরা বলেন, বিশ্বজুড়ে করোনা মহামারিতে প্রবাসীরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। তাদের সুচিকিৎসার জন্য স্বতন্ত্র হাসপাতাল প্রতিষ্ঠা সময়ের দাবি।

সংসদ সদস্য আ ফ ম রুহুল হক বলেন, প্রবাসীদের দাবি যৌক্তিক। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি তুলে ধরবো। আশা করি, প্রধানমন্ত্রী প্রবাসীদের সুস্বাস্থ্যর কথা চিন্তা করে স্বতন্ত্র হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করবেন। 

মালয়েশিয়া হেলথকেয়ার সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ডা: শংকর চন্দ্র পোদ্দার, দৈনিক নয়া দিগন্তের নিজস্ব প্রতিবেদক কাওসার আজম, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী অনুষ্ঠানে অংশ নেন।

আহমাদুল কবির/এসআরএস