সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে বাংলাদেশি যৌথ মালিকানাধীন ‘ওড আল আমির’ পারফিউম নামে একটি প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে।

দেরা দুবাইয়ের আল-সাবকা বাসস্টপের পাশে শুক্রবার (৭ মে) ফিতা কেটে এ প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। এসময় স্বত্বাধিকারী ব্যবসায়ীর মধ্যে এ.কে.এম ওয়ালী উল্লাহ ও মুহাম্মদ মহিন উদ্দীন উপস্থিত ছিলেন।

এ সময় ব্যবসায়ীরা বলেন, বৈশ্বিক করোনাকালে বিভিন্ন ব্যবসায় ব্যাঘাত ঘটেছে। আমরা আশা করি বিশ্ব এই পরিস্থিতি কাঠিয়ে উঠবে এবং আমরা আরও নতুন নতুন ব্যবসা করার সুযোগ পাব।

এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক ও আমিরাতের কমিউনিটি নেতাসহ অনেকে। প্রতিষ্ঠানের সাফল্য, সমৃদ্ধি ও বিশ্বজুড়ে করোনা মহামারি থেকে মুসলিম উম্মার শেফা কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ হাসান।

এসএসএইচ