গ্রেফতার রিয়াজ রিজু

দক্ষিণ আফ্রিকায় একজন বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ নিতে এসে পুলিশের পাতা ফাঁদে অস্ত্রসহ গ্রেফতার হয়েছেন আরেক বাংলাদেশি। পরে অপহৃত বাংলাদেশিকেও উদ্ধার করা হয়েছে। 

গ্রেফতার বাংলাদেশির নাম রিয়াজ রিজু। আর অপহৃত বাংলাদেশি হলেন মনসুর। 

ঘটনা সূত্রে জানা যায়, ফেব্রুয়ারির শেষে সপ্তাহে নিউক্যাসেলের মাটাডেনি এলাকায় মনসুরের কাছ থেকে একটি দোকান কেনেন রিয়াজ। এরপর দু’মাসেও দোকানের কাগজপত্র বুঝিয়ে না দেওয়ার ক্ষোভ থেকে মনসুরকে অপহরণ করেন রিয়াজ।

এ ঘটনায় জাহাঙ্গীর নামে একজন একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর মুক্তিপণের ফাঁদ পেতে অপহরণকারী রিয়াজ রিজুকে অস্ত্রসহ হাতেনাতে আটক করে পুলিশ। 

পরে রিয়াজের দেওয়া তথ্য মোতাবেক নিউক্যাসেলের মাটাডেনি এলাকার পরিত্যক্ত একটি বাড়ি থেকে অপহৃত মনসুরকে উদ্ধার কর হয়। মনসুর বর্তমানে প্রাথমিক চিকিৎসা নিয়ে পুলিশের তদন্ত কাজে সহযোগিতা করছেন।

গ্রেফতার রিয়াজকে ১০ মে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। রিয়াজ নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জাহানাবাদ গ্রামের মুহাম্মদ আবুল হাসেমের ছেলে।

এনএফ