কেপটাউনে বিক্ষোভ

ফিলিস্তিনের আল-আকসায় নামাজরত মুসল্লিদের ওপর ইসরায়েলি হামলা এবং সাধারণ নাগরিকদের হত্যায় ঘটনায় দেশটির সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে দক্ষিণ আফ্রিকায় বিক্ষোভ হয়েছে।

মঙ্গলবার (১১ মে) দেশটির পর্যটন শহর কেপটাউনে অনুষ্ঠিত বিক্ষোভ প্রতিবাদে এই দাবি ওঠে। এসময় এমজেসি, আল কুদস ফাউন্ডেশন, এএনসি, গুড পার্টি, ইএফফান্ড আল জামাহাহসহ দেশটিতে বসবাস করা বিভিন্ন ধর্ম, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এর আগে, হাজার হাজার নারী পুরুষ কেপটাউন শহরে জড়ো হন। তারা বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ফিলিস্তিনে হামলা চালিয়ে মানুষ হত্যার তীব্র নিন্দা জানান। এসময় তারা ইসরায়েল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন। তাছাড়া বিক্ষোভ মিছিল থেকে   ইসরায়েলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার সব সম্পর্ক ছিন্ন করার দাবি করা হয়।

আরএইচ