যমজ সন্তানের পিতা হয়েছেন শেখ হামদান
শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও দুবাই এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বৃহস্পতিবার (২১ মে) যমজ সন্তানের পিতা হয়েছেন।
যমজ সন্তানের একজন ছেলে ও অপরজন মেয়ে। মেয়ের নাম শাইখা বিনতে হামদান বিন মোহাম্মদ আল মাকতুম ও ছেলের নাম রশিদ বিন হামদান বিন মোহাম্মদ আল মাকতুম।
বিজ্ঞাপন
শুক্রবার (২১ মে) সকাল থেকেই শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠানো শুরু হয়ছে।
হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ও শেখ হিন্দ বিনতে মাক্তুম বিন জুমা আল মাক্তুমের পুত্র। তিনি তাদের ১২ সন্তানের মধ্যে দ্বিতীয় পুত্র। তিনি ২০১৯ সালে বিয়ে করেছিলেন।
বিজ্ঞাপন
ওএফ