করোনা থেকে মুক্তিতে মালয়েশিয়ায় প্রার্থনা

মালয়েশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণরোধে জারি করা বিধিনিষেধের মধ্যেও প্রতিদিনই বাড়ছে আক্রান্তের হার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার (২৩ মে) মালয়েশিয়ায় ছয় হাজার ৯৭৬ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন, যা এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ১২ হাজার ৯১ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত ৪৯ জন মারা গেছেন। মোট মারা গেছেন দুই হাজার ২৪৮ জন। সুস্থ হয়েছেন চার লাখ ৫২ হাজার ৮২১ জন।

এদিকে করোনা নির্মূলে টিকাদান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন দেশটির সাধারণ মানুষ। শনিবার (২২ মে) পর্যন্ত ৮ লাখ ৭১ হাজার ৫১ জন টিকা নিয়েছেন।

আজ দেশটির স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডা. আধাম বাবা এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী এক টুইট বার্তায় বলেছেন, এখন পর্যন্ত সর্বাধিক টিকা নিয়েছেন পাঁচটি রাজ্যের জনগণ। এর মধ্যে সেলেঙ্গরে এক লাখ ১৭ হাজার ৯২০, সারওয়াক ৮৯ হাজারর ৯৫২, কুয়ালালামপুর ৮৮ হাজার ৮৯, জোহর ৭৬ হাজার ৮১৩ এবং পেরাকে ৭০ হাজার ৪৯৯ জন টিকা নিয়েছেন।

শনিবার পর্যন্ত ৪৩ দশমিক ৬ শতাংশ নাগরিক টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। যা এ পর্যন্ত সর্বোচ্চ দুই কোটি ৭৫ লাখ ৫১ হাজার ৭০৬ জনের নিবন্ধন রেকর্ড করা হয়েছে।

টিকাদান কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্যকর্মীসহ পাঁচ লক্ষাধিক সম্মুখযোদ্ধা কাজ করছেন।

এফআর