জোহানসবার্গে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন
আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।
রোববার (৩০ মে) বিকেল ৩টায় দক্ষিণ আফ্রিকা উত্তর শাখার ব্যানারে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
দোয়া মাহফিল ও আলোচনা সভায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জহিরুল আলম তরুণের সভাপতিত্বে যুক্তরাজ্য থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, উত্তর ও দক্ষিণ আমেরিকার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাখা বিএনপির প্রধান উপদেষ্টা মমিনুর হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব কাজল মিয়া।
বিজ্ঞাপন
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান আলী বাবুল, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দীন চৌধুরী ডালিম, এস এম কফিলউদ্দীন, শামীম রেজা, আরিফ আহম্মেদ, আবদুল রহিম, অঞ্জন এলাহী, আসাদ কামাল চঞ্চল মোশাররফ হোসেন, আবুল কাশেম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশ গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশের উন্নতি কামনা করে দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেম মাহবুব উদ্দিন।
এসকেডি