পর্তুগালে ১ জুন শিশু দিবস পালন করা হয়। এ দিবসকে সামনে রেখে পর্তুগালব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের পরিচালিত হয়। এরই অংশ হিসেবে রাজধানী লিসবনে অবস্থিত ‌ইসকলা নুমেরো উ দে লিসবোয়া বিদ্যালয়ে শিশু দিবসের অনুষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত দুই শিশু শিক্ষার্থী বাংলাদেশকে উপস্থাপন করে।

প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী তাসবি ফাতেমী বাংলাদেশের ভৌগলিক অবস্থান ও প্রাকৃতিক সৌন্দর্য উপস্থাপন করে। অপর প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ফারিয়াল আহমেদ পাটোয়ারী পর্তুগিজ ভাষায় অনুবাদ করে সবার উদ্দেশ্যে তুলে ধরে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তেরেসা পাইসের উপস্থাপনায় সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিসবন সিটি করপোরেশনের প্রেসিডেন্ট ফার্নান্দো মেদিনা, স্থানীয় কাউন্সিলের আরোইশের প্রেসিডেন্ট মারগারিদা মার্টিন্স, বিদ্যালয়ের গ্রুপের ডিরেক্টর লরিন্ডা পেরেইরা ও বিখ্যাত পর্তুগিজ লেখিকা ইসাবেল আলসাদাসহ শিক্ষা মন্ত্রণালয়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

লিসবন সিটি করপোরেশনের মেয়র ফার্নান্দো মেদিনা দিবস উপলক্ষে শিশুদেরকে বই উপহার দেন। প্রবাসী শিশুদের জীবনযাপন সম্পর্কে খোঁজ নেন। শিশুদের ভাষা ও সংস্কৃতির এই মিশ্রণকে অভিবাদন জানিয়ে বলেন, শিশুদের মানসিক বিকাশে এটি বড় ভূমিকা পালন করবে।

স্থানীয় কাউন্সিল আরোইশের প্রেসিডেন্ট মারগারিদা মার্টিন্স বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপহার সামগ্রী দেওয়ার পাশাপাশি শিশু দিবসের অভিবাদন জানান।

বিখ্যাত পর্তুগিজ লেখিকা ইসাবেল আলসাদা শিশুদের মাঝে ভাষা চর্চার গুরুত্ব তুলে ধরেন ও খুদে শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। লেখিকাকে পেয়ে ক্ষুদে শিক্ষার্থীরা আনন্দে মেতে ওঠে। শিশুরা বিভিন্ন গল্প, ছড়া, গান ও সাংস্কৃতিক বৈচিত্রের মিশ্রণ অভিনয়ের মাধ্যমে  সবার উদ্দেশ্যে তুলে ধরেন। 

ওএফ