মিশিগানে জগন্নাথ দেবের স্নানযাত্রার মধ্যদিয়ে রথযাত্রার প্রস্তুতি শুরু
যুক্তরাষ্ট্রের মিশিগানের হ্যামট্টামিকে অনুষ্ঠিত হলো সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাত দেবের স্নানযাত্রা। স্থানীয় সময় বুধবার দুপুরে বেলমন্ট স্টিটের অনিল বৈদ্যের বাড়ির আঙ্গিনায় হ্যামট্টামিক রথযাত্রা উদযাপন কমিটি ‘সনাতন সংঘের’উদ্যোগে এই স্নানযাত্রা অনুষ্ঠিত হয়।
আগামী ২৮ জুন হ্যামট্টামিক শহরে পালিত হবে বর্ণাঢ্য এক রথযাত্রা। রথযাত্রার অংশ স্নানযাত্রার পূজনুষ্ঠান সম্পন্ন করেন পৌরহিত্য প্রভু বিশ্বনাথ চৌধুরী ও স্বদেশ সরকার।
বিজ্ঞাপন
শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তিকে পুজো অর্চনার দেওয়ার পর চন্দন, ফুল, গঙ্গাজলে স্নান করিয়ে রথযাত্রার আধ্যাত্মিক বার্তার জানান দেওয়া হয়। স্নানযাত্রার প্রার্থনায় জগত ও পরিবারের মঙ্গলকামনা করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্নানযাত্রা অনুষ্ঠানে মহুয়া দাস সরকার মিষ্টি ও মৃদুল কান্তি সরকারসহ সনাতন সংঘের বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।
তারা বলেন, ধর্মীয় এই সাংস্কৃতিক উৎসবকে সফল এবং আনন্দময় করে তুলতে-ই এ স্নানযাত্রা রথের পূর্বপ্রস্তুতির এক গুরুত্বপূর্ণ ধাপ।
সনাতন সংঘের সদস্যরা বলেন, রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রদায়ের মিলনমেলা। ২৮ জুনের হ্যামট্টানিক শহরের রতযাত্রার মহা উৎসবে যোগ দেয়ার আমন্ত্রণ জানান তারা।
এমএসএ