মিশিগানে বিচারপতি ফয়েজকে বাংলা প্রেস ক্লাবের সংবর্ধনা
মিশিগানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়েজ আহমেদকে সংবর্ধনা দিয়েছে বাংলা প্রেস ক্লাব। পরিবার নিয়ে ব্যক্তিগত সফরে যাওয়ায় সংগঠনটির পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
গত ১০ জুন ওয়ারেন শহরের অভিজাত আলিফ রেস্টুরেন্টে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিচারপতির সহধর্মিণী সুপ্রিম কোর্ট বারের সদস্য অ্যাডভোকেট নিগার সুলতানা এবং সফরসঙ্গী অ্যাডভোকেট রোকসানা জামান চৌধুরীকেও প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিজ্ঞাপন
মিশিগানে বাংলাদেশিদের সাফল্যের গল্প শুনে অভিভূত হন বিচারপতি ফয়েজ। তাদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি মিশিগানে একটি স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপনে সরকারের উচ্চ পর্যায়ে অবহিত করবেন বলে আশ্বাস দেন বিচারপতি।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ সাহেদুল হক। এ সময় বক্তব্যে রাখেন- প্রেস ক্লাবের সহ সভাপতি সেলিম আহমেদ, সাবেক সভাপতি শামীম আহসান, সাবেক সেক্রেটারি মোস্তফা কামাল, আশিকুর রহমান, কোষাধ্যক্ষ সুলায়মান আল মাহমুদ, ডেট্রয়েট সিটির সিনিয়র ম্যানেজার কামাল রহমান, এমআইবিএডিসির সাবেক প্রেসিডেন্ট জুবেরুল চৌধুরী খোকন, হ্যামট্রামিক সিটির কাউন্সিলর প্রার্থী রেজাউল চৌধুরী। এছাড়া ওয়ারেন সিটির কমিশনার ফয়সল আহমেদ,আজিজ চৌধুরী, সাব্বির খান, দেলোয়ার আনসার, শিক্ষক গোলাম রব্বানি ও অ্যাডভোকেট মোশাররফ হোসেনসহ আরও অনেকে।
বিজ্ঞাপন
এমএ