কাতারে এখন টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
কাতারে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এখন টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কাতারের স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানীর দোহায় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কেটা হয়।
বিজ্ঞাপন
এখন টিভির কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের সভাপতিত্বে ও সাংবাদিক গোলাম মাওলা আকাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ কমিউনিটির বাসার সরকার, মোহাম্মদ সালাউদ্দিন, আবদুল জলিল, ইঞ্জিনিয়ার রাজিব রাজ, রেজাউল করিম, ফরিদ ভূঁইয়া, গোলাম মোরশেদ, শামস শাহিন, এম এ সালাম, মেহেদী হাসান পলাশ প্রমুখ।
অনুষ্ঠানে কাতারের রাজনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমএ