কাতারে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এখন টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কাতারের স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানীর দোহায় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কেটা হয়।

এখন টিভির কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের সভাপতিত্বে ও সাংবাদিক গোলাম মাওলা আকাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ কমিউনিটির বাসার সরকার, মোহাম্মদ সালাউদ্দিন, আবদুল জলিল, ইঞ্জিনিয়ার রাজিব রাজ, রেজাউল করিম, ফরিদ ভূঁইয়া, গোলাম মোরশেদ, শামস শাহিন, এম এ সালাম, মেহেদী হাসান পলাশ প্রমুখ।

অনুষ্ঠানে কাতারের রাজনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমএ