মালদ্বীপে ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদককে প্রবাসী সাংবাদিকদের শুভেচ্ছা
মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশের শীর্ষ স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী সাংবাদিক ফোরামের নেতারা।
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় ইউনিমা গ্র্যান্ড হোটেলে শুভেচ্ছা বিনিময় করেন তারা।
বিজ্ঞাপন
এসময় সংগঠনের সভাপতি ঢাকা পোস্ট ও নিউজ২৪’র মালদ্বীপ প্রতিনিধি মো. এমরান হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক সময় টিভির প্রতিনিধি ওমর ফারুক খন্দকার, সাংগঠনিক সম্পাদক দৈনিক সরেজমিনের প্রতিনিধি মনিরুজ্জামান মনির, সহ সভাপতি ওয়াননিউজ বিডির প্রতিনিধি মো. রবিউল আলম, যুগ্ম সম্পাদক জিটিভি প্রতিনিধি কাদের আব্দুল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক বাংলা টিভির প্রতিনিধি মো. সোহেল রানা, প্রচার সম্পাদক দৈনিক একুশের সংবাদের প্রতিনিধি আনোয়র হোসেন রাজু উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের উদ্দেশে কামরুল ইসলাম বলেন, প্রবাসে থেকেও দেশ ও প্রবাসীদের খবর তুলে ধরার মাধ্যমে নিরপেক্ষ সংবাদ পরিবেশন ও কমিউনিটির সেবায় আপনাদের ভূমিকা অনুপ্রেরণাদায়ক। তিনি মালদ্বীপের প্রবাসী সাংবাদিকদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা ও প্রবাসীদের সমস্যা-সাফল্যের সংবাদ তুলে ধরতে আহ্বান জানান।
বিজ্ঞাপন
এআইএস