দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশের কোয়াহ্লাথিতে মাটি খনন করে যে সাদা পাথর পাওয়া যাচ্ছিল তা হীরা নয়। পরীক্ষা নিরীক্ষার পর এ পাথর কোয়ার্টজ বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

রোববার (২০ জুন) দেশটির অর্থনৈতিক উন্নয়ন ও পর্যটন বিষয়ক প্রাদেশিক নির্বাহী পরিষদের সদস্য রবি পিলি ঘটনাস্থলে পরিদর্শন করে বলেন,পাথর সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ অঞ্চলে আবিষ্কৃত পাথরগুলো হীরা নয়। এগুলো কোয়ার্টজ স্ফটিক। এগুলোর দাম হীরার তুলনায় অনেক কম।

তিনি বলেন, আমাদের হিসেবে, স্থানীয় ও বিভিন্ন এলাকা তিন হাজার মানুষ এসে মাটি খনন করেছে। এখনো পাঁচ শতাধিক মানুষ মাটি খনন করে যাচ্ছে। তারা প্রায় এক হেক্টর আয়তনের জমি খনন করে নষ্ট করে ফেলেছে। জমির যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিতে পারে। খনন বন্ধে প্রয়োজনে আইন প্রয়োগের চিন্তা করছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ১২ জুন দক্ষিণ আফ্রিকার ডারবানের এক পাহাড়ে হীরা পাওয়া যাচ্ছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এমন খবরে হাজারো মানুষ জড়ো হয়ে দিন-রাত মাটি খুঁড়া শুরু করেন।

স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে জানা গেছে, কোয়াজুলু নাটাল প্রদেশের ডারবানের লাডিস্মিথের কোয়াহ্লাথির ডগলাস অঞ্চলে পাহাড়ি জমিতে গত সপ্তাহ থেকে কিছু লোক রাত-দিন মাটি খুঁড়ছিলেন হীরা পাওয়ার আশায়। তাদের দেখাদেখি পার্শ্ববর্তী এলাকার আরও কিছু মানুষ জড়ো হয়ে খোঁড়াখুঁড়ি শুরু করলে হীরা পাওয়ার গুজব চারদিকে ছড়িয়ে পড়ে। এমনকি দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও জোহান্সেনবার্গের মতো বড় শহরগুলোতে এই খবর ছড়িয়ে পড়ে। এরপরই বিভিন্ন এলাকার মানুষ দলে দলে ডারবানের পাহাড়ে জড়ো হয়ে মাটি খুঁড়তে শুরু করেন। এই খোঁড়াখুঁড়ি বেশ কয়েকদিন ধরে চলছে।

এসকেডি