দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের অংশগ্রহণে উইটব্যাংক বাংলাদেশ পরিষদের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জুন) দুপুরে পুমালাঙ্গা প্রভিন্সে উইটব্যাংক হাইস্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে পুরস্কার বিতরণ করা হয়।

ফাইনাল খেলায় ব্রাকপান বেস্ট ইলেভেন ও উইটব্যাংক কিংস ইলেভেন মুখোমুখি হয়। খেলায় ব্রাকপান বেস্ট ইলেভেন ৭৩ রানের ব্যবধানে উইটব্যাংক কিংস ইলেভেনের বিপক্ষে জয় পায়। প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ব্রাকপান। নির্ধারিত ২০ ওভার শেষে ব্রাকপানের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেট হারিয়ে ২৩২ রানে। জবাবে বিশাল রান তাড়া করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৫৯ রান নিয়ে মাঠ ছাড়ে উইটব্যাংক কিংস ইলেভেন।

ব্যক্তিগত ৭০ রান ও ৩ উইকেট নিয়ে ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ব্রাকপান কিংসের হুমায়ুন আহমেদ। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হন এস.এ সুপার কিংসের সৌভন আহমদ, ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন উইটব্যাংক কিংসের রানা, গেম চেঞ্জার নির্বাচিত হন উইটব্যাংকের ফয়ছল আহমদ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।

এর আগে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধন করা হয়। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ডা. ফিরোজ খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিষদের সাধারণ সম্পাদক মমিনুল হক মমিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম ফারুক, মামুন খান, শফিকুল ইসলাম, মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, সহ সাধারণ সম্পাদক ইমরান আলী বাবুল, কোষাধ্যক্ষ আব্দুল মতিন মোল্লা। আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মোহাম্মদ রানা, মুশফিক, ডালিম, বাদল, ছোট রানা, ইসরাফিল, সজীব প্রমুখ।

এসএসএইচ