সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল আয়োজন করেন মালদ্বীপের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতারা। এতে মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ দোয়া মাহফিল শুরু হয় এবং পরে খালেদা জিয়ার সুস্থতা, পরিবারের কল্যাণ এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নেহের মিয়া রানা, সহ-সভাপতি মো. হোসেন সুমন, মো. আলতাফ হোসেন, মো. এমরান হোসেন তালুকদার, মো. ফারুক হোসেন, মো. আলমগীর মজুমদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলাম, মো. রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, মো. হালিম মিয়া, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান শাহাজী, সহ-প্রচার সম্পাদক পিয়াস হাসান, দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক অনিক, মালদ্বীপ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুম মুন্না, মালদ্বীপ যুবদলের নেতা মোহাম্মদ আরিফুল ইসলাম, মো. হাসেম মিয়া, মো. আব্দুল মান্নান, মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

এসএসএইচ