বাংলাদেশ দূতাবাস আবুধাবির আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ সমিতির আল আইন কার্যালয়ে আলোচনা সভা ও প্রবাসীদের সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়।

রোববার (২১ ডিসেম্বর) অনুষ্ঠানের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্বদেশ’।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরুতে দিবসটি উপলক্ষ্যে দেওয়া বাণী পাঠ করে শোনানো হয় এবং মন্ত্রণালয়ের পাঠানো প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা পর্বে আল আইন বাংলাদেশ কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিরা ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা এবং সাধারণ প্রবাসী কর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা শওকত ওসমান রানা, আতাউর রহমান আতা, প্রকৌশলী মাহবুবুর রহমান টিটু, নাছের উল্লাহ নাছের, মইনুদ্দিন আকাশ, বাংলাদেশ বিমান ও জনতা ব্যাংকসহ আরও অনেকে।

প্রবাসী দিবস ও অভিবাসী দিবসে প্রবাসীদের জন্য ফ্রি মেডিকেল চেকআপের ব্যবস্থা করা হয়। বক্তারা প্রবাসীদের নানা চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরে তা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

রাষ্ট্রদূত তারেক আহমেদ প্রবাসীদের কল্যাণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচির কথা তুলে ধরেন। পাশাপাশি প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠানোর জোর দাবি জানান এবং পোস্টাল ভোটের মাধ্যমে ভোট প্রদানেরও কথা উল্লেখ করেন। তিনি সরকারি ও কনস্যুলার সেবা সহজীকরণে দূতাবাসের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রবাসীদের কল্যাণে দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিরা ও প্রতিনিধিরা, সাংবাদিক, প্রবাসী কর্মী ও রেমিট্যান্স যোদ্ধা এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ছিল প্রবাসীদের নিয়ে বাংলা জংশনের সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীরা দেশাত্মবোধক গানসহ বিভিন্ন গানে আনন্দে মাতিয়ে তোলেন প্রবাসীদের।

এসএসএইচ