স্পেন বিএনপির উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল
স্পেন বিএনপির উদ্যোগে ১৬ ডিসেম্বর ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার মাদ্রিদের গ্রাম বাংলা রেস্টুরেন্টে বিপুলসংখ্যক স্পেন বিএনপি, মহানগর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীর উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের পরিচালনায় আলোচনায় অংশ নেন মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমেদ শামসু, স্পেন বিএনপির যুগ্ম সম্পাদক আবু জাফর রাসেল, স্পেন বিএনপির সহ-সভাপতি সাঈদ মিয়া, ইউনুস আলী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসিম, স্পেন বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, ছানুর মিয়া ছাদ, জাসাস নেতা বিপ্লব খান, বিএনপি নেতা মিনহাজ আহমেদ প্রমুখ।
বিজ্ঞাপন
সিনিয়র নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্পেন বিএনপির সহ-সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম ও আব্দুল মোতালেব বাবুল, মাকসুদ উল্লাহ খোকন, স্পেন যুবদল নেতা শাহ আলমসহ অন্যরা।
স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত খান বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণায় নয় মাসের যুদ্ধ শেষে বাঙালি জাতি যে স্বাধীনতা উপভোগের সুযোগ পেয়েছে, তা বারবার স্বাধীনতাবিরোধীরা নষ্ট করার চেষ্টা করেছে। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন বলেন, বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠাকারী দল। স্বাধীনতার বিজয়ের লক্ষ্য সমন্বিত রাখতে প্রবাসী বাংলাদেশিদের ধানের শীষে ভোট দিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। প্রবাসীদের দেশে অবস্থানরত পরিবারের প্রতিটি ভোট যেন ধানের শীষের পক্ষে আসে সেই বিষয়ে তাগিদ দেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে ও জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এসএসএইচ