স্পেনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন মাদ্রিদের আহ্বায়ক কমিটির উদ্যোগে স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে মাদ্রিদের লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক জনাব আব্দুর রশিদ ও পরিচালনা করেন সদস্য সচিব জামাল উদ্দিন।
বিজ্ঞাপন
নয় সদস্যের আহ্বায়ক কমিটিতে ছিলেন আব্দুর রশিদ সাহেব, আব্দুল আওয়াল, সাজ্জাদুর রহমান, সফজল মিয়া, শহীদ ওয়াছির, জামাল আহমেদ, রবিউল আলম, উসমান আহমেদ সবুজ, আব্দুস সালাম।
আহ্বায়ক কমিটির সবার সর্বসম্মতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন আহ্বায়ক আব্দুর রশিদ। নতুন কমিটির সভাপতি হাফিজ আবু তাহের মিসবাহ, সাধারণ সম্পাদক রায়হান আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক শামছুল নূর মিয়ার নাম ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
সভায় উপস্থিত ছিলেন সাজ্জাদুর রহমান, ওয়াসিম ফাহাদ আহমদ, নাঈম আহমেদ, ফরহাদ আহমেদ প্রমুখ। উপস্থিত সবাই নবনির্বাচিত কমিটিকে সাধুবাদ ও ফুলের শুভেচ্ছা জানান।
নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলরা জানান খুব শিগগিরই সবাইকে নিয়ে অভিষেকের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
এমএন