টেস্টি তুর্কা পরিবারের ২০ বছর পূর্তি, মাদ্রিদে মিলনমেলা
স্পেনের মাদ্রিদে টেস্টি তুর্কা পরিবারের পথচলার ২০ বছর পূর্তি উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে শহরের জিরো পয়েন্ট খ্যাত সল এলাকার ‘টেস্টি অফ ইন্ডিয়া’ রেস্টুরেন্টে এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে টেস্টি তুর্কার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ফেনী জেলা ফোরাম ইন স্পেনের উপদেষ্টা আবুল কাসেম এই অনুষ্ঠানের আয়োজন করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন– ফেনী জেলা ফোরামের উপদেষ্টা জালাল আহমেদ, জাহাঙ্গীর আলম ও এনামুল হক খোকন।
আরও উপস্থিত ছিলেন– ফেনী ফোরামের সভাপতি মো. আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ওমর ফারুক ও সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনসহ ফোরামের সব সদস্য। এছাড়া টেস্টি তুর্কার সব কর্মকর্তা, কর্মচারী, আমন্ত্রিত সাংবাদিক ও অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
বিজ্ঞাপন
মো. শাহনেওয়াজ শান্তর সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। কুরআন তিলাওয়াত করেন ইব্রাহিম। অনুষ্ঠানে টেস্টি তুর্কা পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন জান্নাতুল ফেরদৌস। সমাপনী বক্তৃতায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবুল কাসেম উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রতিষ্ঠানের ২০ বছরের পথচলায় পাশে থাকার জন্য তিনি সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সব কর্মচারীকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। সবশেষে আয়োজিত লটারি ড্রতে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে আকর্ষণীয় মোবাইল ফোন তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ২০০৫ সালে যাত্রা শুরু করা টেস্টি তুর্কায় বর্তমানে অর্ধশতাধিক কর্মী কর্মরত আছেন।
বিআরইউ