হাসপাতালে নেওয়া হচ্ছে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীকে/ ছবি: সংগৃহীত

• করোনার লাগাম টানতে জার্মানিতে চলছে কঠোর লকডাউন
• শুরু হয়েছে ভ্যাকসিনেশনে কার্যক্রম
• করোনায় বেশি মৃত্যু ও আক্রান্ত যুক্তরাষ্ট্রে

করোনাভাইরাসে জার্মানিতে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) এক হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে দেশটিতে সর্বাধিক মৃত্যুর রেকর্ড। একই সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩১ হাজার ৮৪৯ জন।

দেশটিতে এখন পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে ১৮ লাখ ৭১ হাজার ১০৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩৯ হাজার ৩২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লাখ ৭৪ হাজার মানুষ।

এদিকে, করোনার সংক্রমণের লাগাম টানতে চলমান লকডাউনের মেয়াদ বাড়লেও দেশটিতে কমেনি এ ভাইরাসের প্রাদুর্ভাব ও মৃত্যুহার।

এর আগে, তৃতীয় দফায় ১৬ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত কঠোর লকডাউন জারি করেছিল জার্মান সরকার। কিন্তু এতে আশানুরূপ ফল না পাওয়ায় লকডাউনের মেয়াদ ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

এমন উদ্বেগের মধ্যে মঙ্গলবার (৫ জানুয়ারি) জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল ১৬ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লকডাউনে আরও কঠোর বিধি জারি করা হয়েছে। 

নতুন লকডাউন বিধি অনুযায়ী, খাদ্যপণ্যের সুপারমার্কেট, বই, ওষুধের দোকান এবং চিকিৎসকদের চেম্বার ছাড়া সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি কাজ ছাড়া সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যেসব অঞ্চলে আক্রান্তের সংখ্যা বেশি, সেখানে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

এ ছাড়া জরুরি প্রয়োজন ছাড়া পরস্পরের সঙ্গে সাক্ষাৎ না করারও অনুরোধ করেন দেশটির সরকারি কর্তারা।

এদিকে, করোনা প্রতিরোধে দেশটিতে ফাইজার ও বায়োনটেক উৎপাদিত ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়েছে। ইতোমধ্যে শুরু হয়েছে ভ্যাকসিনেশনের কার্যক্রমও। আশা করা হচ্ছে, চলতি বছরের মার্চের মধ্যে ১১-১২ মিলিয়ন করোনার ভ্যাকসিন দেশটি পাবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। শনাক্তের কয়েকমাসের মধ্যেই বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। সারা বিশ্বে ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন আট কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৪৩৯ জন। মারা গেছেন ১৯ লাখ ৯ হাজার ১৯৯ জন মানুষ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় কোটি ৩৭ লাখ ৯ হাজার ৮৮৬ জন করোনা আক্রান্ত রোগী।

এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত দুই কোটি ২১ লাখ ৪১ হাজার ১৬১ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন তিন লাখ ৭৪ হাজার ২০১ জন। এছাড়া সুস্থ হয়েছেন এক কোটি ৩১ লাখ ৪৭ হাজার ৫২৪ জন।

বাংলাদেশের পরিস্থিতি

শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৬ রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৭৩৪ জনে।

একই সময়ে নতুন করে ৭৮৫ জনের শরীরে প্রাণঘাতী এ ভাইরাস শনাক্ত হয়েছে। এর মাধ্যমে আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ২০ হাজার ৬৯০ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৮৩৩ জন রোগী সুস্থ হয়েছেন। এতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ২৭৯ জন।

এফআর