চবি এলামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের বনভোজন
প্রবাস জীবনের একঘেয়েমি কাটাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে এক বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার (১১ জুলাই) অনুষ্ঠিত হওয়া বনভোজনটি সবার অংশগ্রহণে এক আনন্দের মিলন মেলায় পরিণত হয়।
ওইদিন সকাল থেকেই ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তা উপেক্ষা করেই দুপুর থেকে আমন্ত্রিত অতিথিরা ওয়ারেন সিটির ৩০০১ ইষ্ট ১৩ মাইল সড়কের হলমিছ পার্কের বনভোজনস্থলে আসতে শুরু করেন। এক পর্যায়ে পার্কের প্যাভিলিয়ন লোকারণ্য হয়ে ওঠে। অনুষ্ঠানের শুরুতে সবাই চা চক্রে অংশ নেন।
বিজ্ঞাপন
বিকেল ৩টায় যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনের শুরু হয়। এরপর সবাই মধ্যাহ্নভোজনে অংশ নেন। তালিকায় ছিল সাদা ভাত, মুরগির রোস্ট, খাসির রেজালা, সালাদ। সঙ্গে ছিল কোমল পানীয়।
বিজ্ঞাপন
মধ্যাহ্নভোজনের পর শুরু হয় খেলাধুলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সঙ্গে ঠান্ডা হাওয়া বইলেও বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে পিকনিককে প্রাণবন্ত করে রাখেন সবাই। পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের আকর্ষণীয় পুরষ্কার দেওয়া হয়। সবশেষে ছিল র্যাফেল ড্র। পুরষ্কারের মধ্যে ছিল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ-যুক্তরাষ্ট্র এয়ার টিকেট, আইফোন এক্স আর, প্লে স্টেশন ফোর, টেলিভিশন, ল্যাপটপ, এয়ার কন্ডিশনার, বাই সাইকেল, মাইক্রোওভেনসহ আকর্ষণীয় অনেক কিছু।
বনভোজনের শেষ পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের আহ্বায়ক সৈয়দ মঈন দিপু ও সদস্য সচিব মো. লুৎফুর রহমান অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান। সেই সঙ্গে আগামীতে সবার সঙ্গে পুনরায় মিলিত হওয়ার আশা ব্যক্ত করে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।
এমএইচএস