ইতালির ভেনিসে অবস্থিত সামাজিক সংগঠন বৃহত্তর কুমিল্লা সমিতির বনভোজন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) ‘চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে’ গানের সাথে সুর মিলিয়ে সকলে একসাথে স্বপ্নীল সময় কাটাতে এ বনভোজন অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইনের সার্বিক ব্যবস্থাপনায় বিলাসবহুল ২টি বাসে করে রোমিও-জুলিয়েটের প্রেম কাহিনীর ঐতিহাসিক বাড়ি ভেরোনাতে যাত্রা শুরু করেন প্রবাসীরা।

যাত্রার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুল কাদের। সকাল সাড়ে ১০টায় শতাধিক র‍েমিটেন্সযোদ্ধা ভ্রমণ করেন জুলিয়েটের বাড়ি এবং যাদুঘর। 

পথে বাসের মধ‍্যে গান, কবিতা আবৃত্তি এবং কৌতুকে মেতের ওঠেন তারা। 

সংগঠনের কয়েকজন জানান, দুপুর সাড়ে ১২টায় বাসটি গিয়ে পৌঁছায় অপার স‍ৌন্দর্য‍্যের সমাহার ব্রেসিয়ার সিরমিয়ন নামক স্থানে। সেখানে সবাই দুপুরের খাবারের পর সিরমিয়নের সৌন্দর্য‍্য উপভোগে ব্যস্ত হয়ে পড়েন প্রবাসী বাংলাদেশিরা। 

বনভোজনে নূরে আলমের পরিচালনায় শিশুদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলা এবং পুরুষদের চোখ বেঁধে হাড়ি ভাঙা খেলা অনুষ্ঠিত হয়। আকর্ষণীয় র‍্যাফেল ড্রয়ের মধ‍্য দিয়ে আনন্দ আয়োজনের সফল সমাপ্তি টানা হয়।

আনন্দ আয়োজনে অন্যান্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন- বৃহত্তর কুমিল্লা সমিতির উপদেষ্টা আব্দুল মান্নান, আবুল কালাম আজাদ, ড. সৌরদাশ গুপ্ত, সেঁজুতি দাশ গুপ্তা, হুমায়ুন কবির, বৃহত্তর কুমিল্লা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কাজী আওলাদ হোসেন, সহসভাপতি আশরাফ পাটোয়ারী, ইউনুছ মিয়া, নজরুল ইসলাম মতিন, যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, অর্থ সম্পাদক কবির হোসাইন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সারোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, জব্বার মিয়াজী, আমির হোসাইন, সাইফুল আলম, জাকির হোসাইন, নজরুল ইসলাম শামীম প্রমুখ।

এইচকে