অসুস্থ দুই তরুণ নুর আলম ও মোহাম্মদ রাশেদের পাশে দাঁড়িয়েছে মীরসরাই সমিতি কুয়েত। তারা চট্টগ্রামের মীরসরাই উপজেলার দুই নম্বর হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর গ্রামের বাসিন্দা। তাদের একজন মোটর নিউরন রোগে আক্রান্ত। আরেকজনের দুটি কিডনিই বিকল। 

তাদের চিকিৎসায় শনিবার এক লাখ টাকা আর্থিক সহযোগিতা দিয়েছে মীরসরাই সমিতি কুয়েত। বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকন আর্থিক অনুদানের টাকা তাদের হাতে তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন, বারইয়ারহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মাসুদ, হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সদস্য দ্বীন মোহাম্মদ, মীরসরাই সমিতি কুয়েতের সাহিত্য বিষয়ক সম্পাদক শহীদ খাঁন প্রমুখ। 

আরএইচ