সিঙ্গাপুরে জাতীয় শোক দিবস পালন
বাংলাদেশ হাই কমিশন, সিঙ্গাপুর কর্তৃক আয়োজিত দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
অনুষ্ঠানে সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যগণ, বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণকে শোক দিবসের বিভিন্ন পোস্টার ও ব্যানার দিয়ে সজ্জিত করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে মান্যবর হাই কমিশনার কর্তৃক আগত অতিথিবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে অর্ধনমিত করা হয়।
বিজ্ঞাপন
দূতাবাসে সংরক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাই কমিশনার মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ১৫ আগস্ট ১৯৭৫-এর কালরাত্রিতে শাহাদত বরণকারী সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের পর শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। তারপর দর্শক শ্রোতাদের উদ্দেশে বঙ্গবন্ধুর জীবনীর ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দূতাবাসের কর্মকর্তাগণ এবং আগত অতিথিদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এইচকে/এইচকে